এমবাপের রেকর্ডের রাতে আর্সেনাল রূপকথা
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রায়শয়ই তলানির দলের বিপক্ষে বড় দলগুলোকে হোচট খেতে হয়। পরশুরাতে আর্সেনালের বিপক্ষে ঠিক তেমন কিছুই ঘটতে যাচ্ছিল। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচের ১০ সেকেন্ডে গোল হজম করা গানাররা এক পর্যায়ে পিছিয়ে পড়ে ২-০ ব্যবধানে। তবে দীর্ঘ দেড় যুগ পর আবারও লিগ শিরোপার স্বপ্নে বিভোর আর্সেনাল সেখান থেকে ঘুরে দাড়িয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে যোগ করা সময়ের সপ্তম মিনিটে জয় নিশ্চিত করেন...