মানবতার ডাকে মার্তিনেজের সেই গ্লাভস
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টির শিরোপা জয়ের সবচেয়ে বড় নায়ক হিসেবে বিবেচনা করা হয় লিওনেল মেসিকে। তবে আলবিসেলেস্তেদের এই সাফল্যে শেষ ছোঁয়াটা দিয়েছেল তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফ্রান্সের বিপক্ষে একদম অন্তিম মুহূর্তে ওয়ান টু ওয়ানে কোলো মুয়ানির শট থামিয়ে দিয়ে দলকে টিকিয়ে রেখেছিলেন শুট-আউট পর্যন্ত। এরপর টাইব্রেকারে কোম্যান ও চুয়ামিনির শট ঠেকিয়ে দলকে এনে দেন বিশ্বকাপ। গোটা আসর জুড়েই গোলবারের নিচে...