৪৮ দলের ২৬ বিশ্বকাপে ১২ গ্রুপ, ১০৪টি ম্যাচ!
বিশ্বকাপরে ফরম্যাটে যে বদল আসবে তা আগেই জানা গিয়েছিল। কারণ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বশ্বিকাপে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে যে ৪৮ হচ্ছে। স্বাভাবিকভাবেই ম্যাচসংখ্যাও বাড়বে। তবে নতুন ফরম্যাটে একটা জটিলতা শুরু থেকেই ছিল। প্রতি গ্রুপের দল সংখ্যা কত হবে তা ঠিক করতে পারছিল না ফিফা। তিন দলের সমন্বয়ে গ্রুপের ভাবনা নিয়ে এগোলেও সে পরকিল্পনা থেকে সরে এসেছে ফুটবলের...