সিটির ট্রেবল স্বপ্নে বাধা শুধু ইউনাইটেড
বলা হয় ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের পথ অনুসরণ করেই গোটা ইউরোপের ক্লাব ফুটবল জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। অথচ ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে মাত্র একবারই ট্রেবল জয়ের রেকর্ড গড়তে পেরেছিল কোন ক্লাব। আর সেটা করেছে দেশটির অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার তাদের সেই কৃতিত্বে ভাগ বসানোর কাছাকাছিই রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সিটির সেই স্বপ্ন ভেস্তে দেওয়ার একটা সুযোগ অবশ্য এখনো আছে...