লেভা-রাফিনিয়ার গোল,বড় জয়ে শিরোপার আরও কাছে বার্সা
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর গোল উৎসবে জয়ের ধারায় ফিরল বার্সালোনাও।সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দ হারানো বার্সা গত ম্যাচে রায়া ভায়াকানোর বিপক্ষে অপ্রত্যাশিত হেরে যায়।বার্সার হারে রিয়ালের স্বস্তির নিশ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি
শনিবার রাতে নিজেদের সহজাত ফুটবলে রিয়াল বেটিসকে উড়িয়ে দিয়েছে কাতালান ক্লাবটি।নিজেদের মাঠে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতে নেয় জাভি হার্নান্দেজের দল। রবার্ট লেভান্ডোফস্কি, রাফিনিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন করেন একটি করে...