বন্যায় আটকে গেছে রিয়াল-ভালেন্সিয়া ম্যাচ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
আকস্মিক বন্যায় আটকে গেছে লা লিগার ম্যাচ। স্পেনের দক্ষিণপূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে লা লিগার ম্যাচেও। ভালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের শনিবারের ম্যাচটি স্থগিত করা স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। লা লিগার অনুরোধে বৃহস্পতিবার ভালেন্সিয়ায় এই সপ্তাহান্তের সব ম্যাচ নতুন সূচিতে আয়োজন করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বন্যার কারণে কোপা দেল রের চারটি ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয় আরএফইএফ। প্রবল বৃষ্টির কারণে দেখা দেওয়া আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ১০৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। এর জন্য তিন দিনের শোক ঘোষণা করেছে স্পেনের সরকার। লা লিগায় আজ ভিয়ারিয়াল ও রায়ো ভায়োকানোর লড়াই এবং সোমবার মালাগার বিপক্ষে লেভান্তের দ্বিতীয় বিভাগের হোম ম্যাচটিও স্থগিত করা হয়েছে। নারী ফুটবলে স্থগিত করা হয়েছে লিগা এফ-এর দুটি ম্যাচ। যার একটি রিয়ালের বিপক্ষে লেভান্তের।
এদিকে, স্পেনে বন্যার্তদের সহায়তায় উদ্যোগ নিয়েছে লা লিগা ক্লাবগুলো। কয়েক দশকের মধ্যে স্পেনে সবচেয়ে মারাত্মক বন্যার কবলে পড়া মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে লা লিগা ও শীর্ষ ক্লাবগুলো। এই সপ্তাহান্তে সম্প্রচারিত ম্যাচগুলোতে তারা প্রচারণা চালাবে। পাশাপাশি নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও অর্থ উত্তোলনের উদ্যোগ নেবে। এ থেকে অর্জিত অর্থ বন্যার্তদের নিয়ে কাজ করা রেড ক্রসকে দেবে তারা। বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লা লিগা বৃহস্পতিবার এক বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিখোঁজদের জন্য সহমর্মিতা ও শোক জানিয়েছে। ইউরোপের সফলতম দল রিয়াল মাদ্রিদ জানিয়েছে, রেড ক্রসের সঙ্গে মিলিতভাবে কাজ করবে তারা এবং ১০ লাখ ইউরো দান করবে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রেড ক্রস বৃহস্পতিবার তহবিল সংগ্রহ শুরু করেছে। যে সব পরিবার সঙ্কটময় পরিস্থিতিতে আছে, সব ধরনের সাহায্য যাদের প্রয়োজন তাদের জন্য এই তহবিল উত্তোলন অভিযানের সমর্থনে রিয়াল ১০ লাখ ইউরো দান করছে। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন এরই মধ্যে ভালেন্সিয়ার পূর্বাঞ্চলে কোপা দেল রের সাতটি ম্যাচ স্থগিত করছে। ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করার জন্য প্রতিযোগিতার আয়োজকদের আহ্বান জানিয়েছে তারা। কোপা দেল রের স্থগিত ম্যাচ ছয়টি হবে আগামী সপ্তাহে। তবে এখনও এস্পানিওলের বিপক্ষে রিয়াল সোসিয়েদাদের ম্যাচের নতুন দিনক্ষণ ঠিক হয়নি। বন্যার্তদের সাহায্যের জন্য ভালেন্সিয়া তাদের মাঠে মেস্তায়া স্টেডিয়াম খুলে দিয়েছে। এই মাঠে আজ শিরোপাধারী রিয়াল মাদ্রিদের লিগ ম্যাচ হচ্ছে না। স্থগিতের তালিকায় আছে রায়ো ভায়োকানোর বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচও। শীর্ষ দুটি লিগের ক্ষতিগ্রস্ত দশটি ক্লাবকে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সূচির জন্য প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত