ফের এমবাপের গোল,মিলানকে হারিয়ে শীর্ষে উঠে এল পিএসজি
ক্লাব, আন্তর্জাতিক- সবখানেই দুর্দান্ত ফর্মে আছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।ফ্রান্স ও পিএসজির হয়ে গোলের দেখা পাচ্ছেন প্রতিনিয়ত।
এসি মিলানের বিপক্ষে বুধবার পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও এমবাপে পেয়েছেন গোলের দেখা।ঘরের মাঠে প্যারিসিসিয়ানরাও জিতেছে অনায়াসে।
ইউরোপ সেরার মঞ্চে বুধবার ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর রন্দাল কোলো মুয়ানি ব্যবধান দ্বিগুণ করেন। আর শেষ দিকে জয় নিশ্চিত...