বাংলাদেশের উইকেটে আসা যাওয়া শুরু, মুহূর্তেই নেই ৩ উইকেট
সপ্তম ওভার থেকে শুরু হলো বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেটে আসা-যাওয়া। প্রথমে পথ দেখিয়ে দিলেন তানজিদ হাসান। পরের বলে এসেই সাজঘরের পথ ধরলেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারের প্রথম বলেই ফেরেন দলপতি সাকিব আল হাসানও।
তিন জনই আউট হয়েছেন শর্ট বলে। তিনটি ক্যাচই উইকেটের পিছন থেকে নেন কিপার ক্লাসেন। জানসেনের লেগ স্টাম্পের বাইরের বলে আউট হন তানজিদ ও শান্ত। সাকিব আউট উইলিয়ামসের অফ...