নাপোলির মাঠে রিয়ালের জয়ের নায়ক সেই বেলিংহ্যাম
নাপোলি ২ : ৩ রিয়াল মাদ্রিদ
জুড বেলিংহ্যাম ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে।একের একের পর এক পারফর্ম্যান্সে রিয়াল মাদ্রিদ জিতিয়েই চলছেন ২০ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লীগে মঙ্গলবার রাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নাপোলিকে হারায় রিয়াল মাদ্রিদ।প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে ম্যাচটি জেতে কার্লো আনচেলেত্তির দল।কঠিন এই লড়াইয়ে দুই দলই এদিন বল পজিশন রেখেছে সমান ৫০ শতাংশ করে,গোলমুখে শটও নিয়েছে সমান ১৮টি করে!
প্রতিপক্ষের...