মোহামেডানকে শিরোপা স্বপ্ন দেখালেন সাকিবরা
সময়ের ফেরে প্রায় এক যুগ, সেই ২০০৯-১০ মৌসুমের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার স্বাদ পাওয়া হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। চ্যাম্পিয়ন থেকে পরের আসরেই রানার্সআপ হয় তারা। এরপর থেকে গত এক যুগে আর বলার মতো সাফল্য নেই ঐতিহ্যবাহী ক্লাবটির। তারকাখচিত দল গড়েও গত আসরে সুপার লিগেও উঠতে পারেনি তারা। উল্টো অল্পের জন্য রেলিগেশন লিগে পড়তে পড়তে বেঁচেছে তারা। লিগ...