মনোহরগঞ্জে বন্যায় ১৭৫ কোটি টাকার ক্ষতি
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেয়া তথ্য মতে, এবারের বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকার বেশি। এর মধ্যে বন্যায় ভেসে গেছে প্রায় ৮০ কোটি টাকার মাছ। এ বারের বন্যায় এ উপজেলায় সবচেয়ে বিপর্যস্ত হয়েছে মৎসখাত। এ খাতে চাষিরা অপুরনীয় ক্ষতির সম্মুখিন হয়েছেন। পুঁজি হারিয়ে সর্বশান্ত কয়েক হাজার চাষি। উপজেলার বিভিন্ন এলাকার মৎস চাষিরা এমন অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ এসব চাষিরা ছুটছেন উপজেলা মৎস অধিদপ্তরে। ঋনের বোঝা মাথায় নিয়ে দিশেহারা চাষিরা দুশ্চিন্তায় সময় পার করছেন।
এদিকে মনোহরগঞ্জ উপজেলার অনেক এলাকা বানের পানিতে তলিয়ে ছিলো। সেসব স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সেখানে দৃশ্যমান হচ্ছে ক্ষত-বিক্ষত রাস্তাঘাট।
এবারের ভয়াবহ এ বন্যায় উপজেলার ১১টি ইউনিয়নেই বানের স্রোতে কৃষি খাত, মাছের ঘের, পুকুর ও দিঘি, প্রাণিসম্পদ, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদরাসা, মানুষের ঘরবাড়িসহ অবকাঠামোগত খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম জানান, এবারের বন্যায় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মধ্যে ১১টি ইউনিয়ন ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি দপ্তর থেকে নেওয়া তথ্যে উপজেলায় বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৭৫ কোটি টাকা। এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে সব কিছু এবং সব খাত হিসাব করে।
ফাহরিয়া ইসলাম বলেন, ভয়াবহ এ বন্যায় উপজেলার ১১টি ইউনিয়নে ১ হাজার ৬৭৪টি বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ আগস্ট থেকে অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে মনোহরগঞ্জ উপজেলা বন্যায় প্লাবিত হতে থাকে। এর সঙ্গে সঙ্গে বন্যার ভয়াবহতা বাড়তে থাকে।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ পুকুর/দিঘীর সংখ্যা প্রায় ৩ হাজার ৯৪০টি। যার আয়তন প্রায় ৯৫০ হেক্টর। বানের পানিতে ভেসে গেছে ৪ হাজার মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ। চাষাবাদের জন্য মজুদ রাখা প্রায় ৭০ লাখ পোনা মাছও ভেসে গেছে পানিতে। পুরো উপজেলায় ক্ষতির পরিমান প্রায় ৮০ কোটি টাকা। তাছাড়া পুকুর/দিঘীর পাড় ভেঙেও অপূরনীয় ক্ষতির সম্মুখিন হযেছে চাষিরা। পুকর, খামার থেকে বের হওয়া এসব মাছ পথে, ঘাটে, রাস্তায় পাওয়া গেছে। খাল বিল নদীতে পানি আর মাছে হয়েছে একাকার।
উপজেলার সিকচাইলের হাসান, হাতিয়ামুড়ীর সাফায়েত, ঠেংগারবামের বেলাল ও পেড়াতলীর মামুনসহ বিভিন্ন এলাকার অন্ততঃ দশজন মৎস চাষির সাথে কথা হলে তারা জানান, তাদের সব খামার এ বন্যার পানিতে ডুবে গেছে।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়- বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ২৮০.৪২ কিলোমিটার পাকা সড়ক, ২৮.৬৩ কিলোমিটার ইটের সড়ক, ৪৩২.২৭ কিলোমিটার কাঁচাসড়ক, ৮৪টি ব্রিজ ও ৪০৪টি লাকভার্টে মোট ক্ষতি হয়েছে ৫৩ কোটি ৮০ লক্ষ টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্র মতে, বন্যায় কৃষি খাতে ভয়াবহ ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার টাকার ক্ষতি হয়েছে এ খাতে। জেলায় কৃষি ও মৎসের পাশাপাশি প্রাণিসম্পদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র মতে, প্রাথমিক তথ্যে এই খাতে মোট ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, মৎস্য খাতে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। সেই হিসাবে প্রায় ৮০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের কৃষি প্রণোদনা, বিনামূল্যে সার ও বীজ বিতরণ, ক্ষুদ্রঋণ নেওয়ায় সহায়তা, বিনামূল্যে কৃষিসেবা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, উপজেলায় ৫ শতাধিকেরও বেশি গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৫ হাজার বিভিন্ন জাতের গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলে সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, এবারের বন্যায় মনোহরগঞ্জ উপজেলায় ক্ষতি আমাদের ধারণার থেকে বেশিও হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৭৫ কোটি টাকার মতো ক্ষতি হতে পারে।’
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রুখে দাঁড়াও দিল্লির আগ্রাসন
স্বাধীনতার মাস : ইয়া আল্লাহ! এই জাতিকে সর্বকল্যাণে ভূষিত করুন
পতাকা আক্রান্ত, সুশীল বুদ্ধিজীবীরা এখন কোথায়?
জাতীয় ঐক্যের জন্য আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের
পুলিশের রাজনৈতিক ব্যবহার চায় না ৮৯.৫ শতাংশ মানুষ
ক্ষোভ ঘৃণা গণবয়কট!
আইএমএফ’র ঋণের ১.১ বিলিয়ন ডলার মিলবে ফেব্রুয়ারি-মার্চে
ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় -আসিফ নজরুল
প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করিনি -সোহেল তাজ
মুহাম্মদ ইউনূস, ছাত্র সমন্বয়করা বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড : হাসিনা
কোনো একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সঙ্কুচিত হবে না -প্রণয় ভার্মা
আসছে নতুন টাকা, থাকছে ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
পালানোর পথ খুঁজতে থাকে হানাদার বাহিনী
ভয়ঙ্কর সমস্যা সড়ক দুর্ঘটনা
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার
জলহস্তির কুমড়া খাওয়া ভাইরাল
অক্সফোর্ডে ‘ব্রেন রট’ যোগ
দাম বেশি সুবিধা কম