ব্যবহারে আসছে না নাঙ্গলকোটের গোত্রশাল দিঘি
নাঙ্গলকোট পৌর সদরের প্রাণ কেন্দ্রে প্রায় ১০ একর জায়গা জুড়ে স্থান দখল করে আছে অপরূপ সৌন্দর্যের গোত্রশাল দিঘী। শতাব্দীকাল পূর্বে জনৈক সমাজ হিতোষী এলাকার খাবার পানির সুব্যবস্থায় দিঘীটি খনন করে স্থানীয় জনগনের চাহিদা পূরণ করেন। ইতোমধ্যে বৃটিশরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ ১৮৩৩ সালে চালুর সময় দিঘীটি আংশিক ক্ষতিগ্রস্থ, তথা দ্বিখন্ডিত হয়ে পড়ে। পশ্চিমাংশ ব্যাক্তি মালিকানায চলে গেলেও পূর্বাংশ সরকারি খাস খতিয়ানের তালিকাভুক্ত।...