খাবার পানির তীব্র সঙ্কট
সীমান্তবর্তী শেরপুর জেলার গারো পাহাড়ি উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ীর গারো পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির তীব্র সঙ্কট দেখা দিয়েছে। ভূ-গর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় এ সঙ্কট প্রকট থেকে প্রকটতর আকার ধারণ করেছে বলে জানা গেছে। এতে সীমান্তবর্তী গারো পাহাড়ে বসবাসরত কয়েক হাজার মানুষ বিশুদ্ধ খাবার পানির তীব্র সঙ্কটে চরম দুর্ভোগ পড়েছেন। প্রসঙ্গত- নদী-নালা, খাল-বিল, পুকুর-ঝর্ণা ও জলাশয়...