এক সেতুর অভাবে পনের গ্রামবাসীর দুর্ভোগ
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে জিঞ্জিরাম নদী। পারাপারের জন্য সেতু না থাকায় ভোগান্তির শেষ নেই জনসাধারণের। এলাকাবাসী অনেকবার একটি সেতুর আবেদন করেছেন জনপ্রতিনিধিদের কাছে। মেলেনি কোন সারা। নদীর ওপর দিয়ে প্রতিদিন পারাপার হয় পার্শ্ববর্তী কবিরপুর, ছিলেটপাড়া, গোয়ালকান্দা, চেংটিমারি, মাদারেরচর, পাথরেরচর, মাখনেরচরসহ ডাংধরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম মিলে পনেরটি গ্রামের প্রায় দশ হাজার মানুষ। এখানে ৫০ বছর...