যুদ্ধবিরতির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে হামাস, দাবি কাতারের

চার ইসরাইলি সেটলারের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার একটি প্রশাসনিক নির্দেশে সই করেছেন। যেখানে পশ্চিম তীরে চার ইসরাইলি সেটলার বা অবৈধ বসতি স্থাপণকারীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ, ওই চার ব্যক্তি পশ্চিম তীরে ফিলিস্তিনি নাগরিকদের উপর অত্যাচার চালিয়েছেন। যদিও ওই চার ব্যক্তির নাম সে সময় জনসমক্ষে আনা হয়নি। পরে তা জানানো হবে বলে বলা হয়েছে।

বাইডেনের আদেশে বলা হয়েছে, ‘কিছু কিছু ব্যক্তির জন্য পশ্চিম তীরে মানুষকে উদ্বাস্তু হতে হচ্ছে। তাদের সম্পত্তি, জমি, বাড়ি নষ্ট হচ্ছে। বিষয়টি ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে। এর ফলে ওই জায়গার শান্তি, শৃঙ্খলা, স্থায়িত্ব নষ্ট হচ্ছে।’ বাইডেন তার বার্তায় আরও একটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিকভাবে দুই দেশের ভাবনার বিষয়টি উসকে দিয়েছেন তিনি। যেখানে ইসরাইল এবং ফিলিস্তিনকে সমান গুরুত্ব দেয়া হবে। দুই জায়গার স্বাধীনতা, নিরাপত্তার বিষয়ে ভাবা হবে।

মার্কিন ওই নিষেধাজ্ঞার ফলে ওই চার ব্যক্তির মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত হবে। তাদের ভিসার উপর নিষেধাজ্ঞা জারি হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা নিয়ে স্বাভাবিকভাবেই খুশি নন। তিনি জানিয়েছেন, ইসরাইল একটি সার্বভৌম রাষ্ট্র। তার নিজস্ব আইন আছে। কোনো নাগরিক আইনের খেলাপ করলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। এবং আইনভঙ্গকারীদের ইসরাইল নিয়মিত শাস্তি দিয়ে থাকে। ফলে অতিরিক্ত ব্যবস্থা নেয়ার কোনো প্রয়োজন নেই। বস্তুত, বাইডেনের অর্ডারটিকে অতিরিক্ত বলে দেখানোর চেষ্টা করেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর আরও বক্তব্য, পশ্চিম তীরে অধিকাংশ নাগরিক আইন মেনে চলে। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গেই সকলে সহমত নয়। জাতিসংঘ এবং আমেরিকার বক্তব্য, পশ্চিম তীর তৈরিই করা হয়েছে ফিলিস্তিনি নাগরিকদের থাকার জন্য। ভবিষ্যতে ফিলিস্তিন আলাদা রাজনৈতিক পরিচয় পেলে পশ্চিম তীর তাদের জায়গা হবে। ফলে সেখানে ইসরাইলি নাগরিকদের ঢুকে পড়া অনুচিত। কিন্তু গত কয়েক বছরে পশ্চিম তীরে ইসরাইলি বসতি বেড়েছে। এবং তার জেরেই সেখানে আক্রমণ প্রতি আক্রমণও বেড়েছে।

গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনায় অনুমোদন দিয়েছে হামাস : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের সঙ্গে একটি বন্দী বিনিময় চুক্তির প্রস্তাবে ‘প্রাথমিক’ অনুমোদন দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এমন ইঙ্গিত দিয়েছে। চুক্তির আওতায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কথা বলা আছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, সম্প্রতি প্যারিসে আলোচনার মধ্য দিয়ে কাতার, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও মিসরের কর্মকর্তারা একটি যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি করেন। ইসরাইলের পক্ষ থেকে সে প্রস্তাব অনুমোদন করা হয়। এখন হামাসের পক্ষ থেকেও এ ব্যাপারে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আনসারি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি-সংক্রান্ত ‘ভালো খবর’ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছেন, ‘চুক্তির রূপরেখা কী হবে, তা নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে। কাতারের বিবৃতিটি তাড়াহুড়া করে দেয়া হয়েছে এবং এটি সত্য নয়।’ সূত্র : নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লোকসানে দিশেহারা খামারিরা

লোকসানে দিশেহারা খামারিরা

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

তাপদাহের সঙ্গে স্বল্প বৃষ্টি

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

আল্লাহ ও রাসূল (সা.) এর কোনো অসম্মান একমুহূর্তও সহ্য করবো না

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

সারাদেশে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পালিত

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে :ওবায়দুল কাদের

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

মাদরাসার শিক্ষার্থীরা আরবিতে দক্ষতা অর্জন করে মধ্যপ্রাচ্যভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন : সিপিডি

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

অস্বাভাবিক তাপমাত্রা আল্লাহ তায়ালার অসন্তুষ্টির লক্ষণ

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

বৃষ্টি-পাহাড়ি ঢলে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

ভিয়েতনামে লাখ লাখ মাছের মৃত্যু

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

২৫ জেলায় স্কুল-কলেজ-মাদরাসা আজ বন্ধ থাকবে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

বাড়তি ভাড়ায় রেলভ্রমণ আজ থেকে

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

তুরস্ককে আন্তর্জাতিক গ্যাস বাণিজ্য কেন্দ্রে পরিণত করার পথ প্রশস্ত

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

চাঁদের পথে পাকিস্তানের প্রথম স্যাটেলাইট মিশন

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

সম্রাট হুমায়ুন : উদারনীতির উদ্যান-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ফজরের নামাযের দশটি ফযীলত-২

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

ষাঁড় ঝাঁপিয়ে পড়ে দোকানে

নারী সংখ্যাধিক্যের দেশ

নারী সংখ্যাধিক্যের দেশ

চুল রাঙিয়ে বিপাকে

চুল রাঙিয়ে বিপাকে

রঙচটা বাস চলছেই

রঙচটা বাস চলছেই