ঢাকা   রোববার, ২৭ অক্টোবর ২০২৪ | ১২ কার্তিক ১৪৩১
এবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দলে টানছে জান্তা

রাখাইনসহ দুই রাজ্যে তিন মাসে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০১ মার্চ ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১২:১২ এএম

জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতে উত্তপ্ত মিয়ানমারের রাখাইন ও পালেতোয়া রাজ্য। এমন পরিস্থিতিতে গেল তিন মাসে রাজ্য দুটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ৩ লাখে দাঁড়িয়েছে। দ্য ইউনাইটেড লিগ অব আরাকান (ইউএলএ) এ ঘোষণা দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বার্মা নিউজ ইন্টারন্যাশনাল। গত বছরের ২৭ অক্টোবর মিয়ানমারের উত্তরাঞ্চলের শান রাজ্যে ‘অপারেশন ১০২৭’ শুরু করে বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স (আরাকান আর্মিসহ)। এর দেড় মাস পর নভেম্বর মাসের ১৩ তারিখে আরাকান আর্মি রাখাইন ও পালেতওয়া রাজ্যেও জান্তাবিরোধী অভিযান শুরু করে। সংঘাতের শুরুতে রাখাইনের ৬০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হন। তবে এই সংঘাত দীর্ঘায়িত হওয়ায় তিন মাসে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩১ হাজার ৬৭ জনে পৌঁছেছে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এ সংঘাতে অন্তত ১২১ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫৭ জন। আর ২৯২ জন বাসিন্দাকে গ্রেফতার করেছে জান্তা সেনারা। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅরডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের (ইউএনওসিএইচএ) মিয়ানমার শাখার ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, চলমান এই সংঘাতে গাজায় মানবিক সহায়তার চাহিদা বাড়ছে। তবে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে জান্তা সেনারা। ইউএনওসিএইচএ আরও জানিয়েছে, এখন পর্যন্ত পুরো মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতের সংখ্যা প্রায় ২৭ লাখ। অপর এক খবরে বলা হয়, এবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দলে টানছে জান্তা। সেনাবাহিনীর দল ভারি করতে ছাত্রদের ইউনিভার্সিটি ট্রেনিং কর্পসে (ইউটিসি) যোগদানের আহ্বান জানিয়েছে। ইউটিসি থেকেই সাধারণত মিয়ানমার সেনাবাহিনীতে জনবলের ঘাটতি পূরণ করা হয়। বুধবার জান্তা নিয়ন্ত্রিত দৈনিক কাইমনের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ মিয়ানমার সেনাবাহিনীর অনেক জেনারেলই ইউটিসি থেকে এসেছেন। ১৯২২ সালে ঔপনিবেশিক শাসনের অধীনে রেঙ্গুন বিশ্ববিদ্যালয়ে প্রথম ইউটিসি গঠিত হয়। এটি ব্রিটিশ সেনাবাহিনীর ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং কর্পসের আদলে তৈরি। শিক্ষিত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বেসামরিক নাগরিকদের সামরিক জীবনে উদ্বুদ্ধ করাই ইউটিসির প্রধান লক্ষ্য। প্রতিবেদন অনুযায়ী, ডিরেক্টরেট অব মিলিশিয়া এবং বর্ডার গার্ড ফোর্সের পরিচালিত ইউটিসিতে শিক্ষার্থীদের চার বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। ইয়াঙ্গুন, মান্দালে, মাওলামাইন, তাউংগি, নাইপিতাও, প্যাথেইন এবং টাউনগুতে ইউটিসি রয়েছে। ইউনিভার্সিটি স্টাফ এবং ইউটিসি ছাত্রদের উদ্ধৃত করে জান্তা সংবাদপত্র বলেছে, সংস্থাটি মৌলিক দক্ষতা শেখায়। পাশাপাশি দেশকে রক্ষা করার জন্য সামরিক বাহিনী কী করে তার পরিপূর্ণ ব্যাখ্যা প্রদান করে। ইউটিসির অন্য সদস্যদের মধ্যে ছিলেন সংসদীয় স্পিকার টি খুন মায়াত, সাবেক অ্যাডজুট্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল খিন জাও উ, সাবেক প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সেইন উইন, জান্তা শান্তি আলোচক লেফটেন্যান্ট জেনারেল উইন বো শিন এবং আইয়ারওয়াদি অঞ্চলের মুখ্যমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল টিন মং উইন। মিয়ানমারে দল ভারির আপ্রাণ চেষ্টায়ও সেনা বাড়াতে পারছে না জান্তা। প্রতিনিয়ত অসংখ্য সেনা প্রাণ হারাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে। বুধবার ইরাবতীর খবরে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, রাখাইন রাজ্যের রামরি শহরে তিন দিনের হামলায় জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনা নিহত হয়েছেন। গোষ্ঠীটির দাবি, জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা সত্বেও শনিবার সংঘর্ষের সময় অন্তত ৬০ সেনাকে হত্যা করা হয়েছে। এরপর সোমবার শহরটি থেকে পালিয়ে যাওয়ার সময় আরও ২০ সেনাকে হত্যা করা হয়েছে। এদিকে নিজেদের নিয়ন্ত্রিত (দখলকৃত) ৭টি শহরে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আরেক বিদ্রোহী গোষ্ঠী পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (পিএসএলএফ)। দেশটির উত্তরাঞ্চলীয় শান রাজ্যের এই শহরগুলোতে আগামী বছরের মধ্যে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। পিএসএলএফ মূলত তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) রাজনৈতিক শাখা। এটি ১৯৯২ সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয়। ইরাবতীর প্রতিবেদন অনুসারে, টিএনএলএ মিয়ানমারের থ্রি ব্রাদারহুড এলায়েন্সের সদস্য। এই এলায়েন্সের অন্য সদস্যরা হচ্ছে- আরাকান আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)।পালটাপালটি হামলার মধ্যেই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কাওলিন শহর জ্বালিয়ে দিয়েছে জান্তা। স্থানীয়রা জানিয়েছে, সপ্তাহ দুয়েক আগে শহরটি পুনর্দখল করে নেয় জান্তা। পরে শহরটির প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয়। শহরটি গত ৬ নভেম্বর জান্তার কাছ থেকে দখলে নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। ১২ ফেব্রুয়ারি জান্তা এটি পুনরায় দখলে নিয়ে পরে এটি জ্বালিয়ে দেয়। বার্মা নিউজ ইন্টারন্যাশনাল, ইরাবতী।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

নোয়াখালীতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রেসিডেন্ট অপসারণ: ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’

প্রেসিডেন্ট অপসারণ: ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’

ডিএমপিতে যুক্ত হচ্ছে ভারতের মাহিন্দ্রা গাড়ি

ডিএমপিতে যুক্ত হচ্ছে ভারতের মাহিন্দ্রা গাড়ি

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গাজী ছিলেন একজন আপোষহীন সাংবাদিক নেতা - সিকৃবি ভিসি ড. মো. আলিমুল ইসলাম

গাজী ছিলেন একজন আপোষহীন সাংবাদিক নেতা - সিকৃবি ভিসি ড. মো. আলিমুল ইসলাম

মারাত্মক শব্দদূষণ

মারাত্মক শব্দদূষণ

তারেক রহমানের ঐতিহাসিক দায়

তারেক রহমানের ঐতিহাসিক দায়

দলে গণতন্ত্র চর্চা অপরিহার্য

দলে গণতন্ত্র চর্চা অপরিহার্য

বিএনপি এখন সংশোধিত -জামালপুর জেলা বিএনপির সভাপতি

বিএনপি এখন সংশোধিত -জামালপুর জেলা বিএনপির সভাপতি

রফতানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে

রফতানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে