মার্কিন বায়োটেকে অংশীদার বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া
০৫ জুন ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৫ জুন ২০২৪, ১২:১১ এএম
যুক্তরাষ্ট্রের সান দিয়াগোয় শুরু হয়েছে বায়ো ইন্টারন্যাশনাল কনভেনশন বা বায়ো ইউএসএ। বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ আয়োজনে। তবে অংশ নেয়নি চীনা কোনো প্রতিষ্ঠান। সে সুযোগ কাজে লাগাতে চায় দক্ষিণ কোরিয়ার ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক কোম্পানিগুলো।
বায়ো ইন্টারন্যাশনাল কনভেনশনে দক্ষিণ কোরিয়ার রেকর্ডসংখ্যক ফার্মাসিউটিক্যালস ও বায়োটেক কোম্পানি অংশগ্রহণ করেছে। কোম্পানিগুলো নিজেদের সাম্প্রতিক উদ্ভাবন প্রদর্শন এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতির সুযোগে মার্কিন অংশীদার বাড়াতে চেষ্টা করছে।
কনভেনশনের এবারের প্রতিপাদ্য ‘টাইম ফর সায়েন্স টু শাইন’। এ আয়োজনে প্রায় ২০ হাজার কোম্পানি ও ব্যক্তি নিবন্ধন করেছে। এর মধ্যে শুধু দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৪৭টি কোম্পানি প্রদর্শনী বুথ স্থাপন করেছে। সেখানে রয়েছে স্যামসাং বায়োলজিকস, সেলট্রিয়ন, এসকে বায়োসায়েন্স ও লোটে বায়োলজিকসের মতো কোম্পানি, যাদের সঙ্গে রয়েছে বিশ্বের বিভিন্ন সংস্থার বড় বড় চুক্তি।
বোস্টন ও সান ফ্রান্সিসকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বায়োটেক ক্লাস্টারের একটি সান দিয়াগো। ২০১৭ সালের হিসাব অনুসারে, শহরটিতে প্রায় ১ হাজার ১০০ বায়োটেক কোম্পানি রয়েছে। এছাড়া ৮৫টি ক্লিনিক্যাল গবেষণা সংস্থা ও ৮০টি গবেষণা কেন্দ্র রয়েছে।
ক্রমবর্ধমান মার্কিন-চীন উত্তেজনার মধ্যে উশি বায়োলজিকস ও উশি অ্যাপটেকের মতো শীর্ষস্থানীয় চীনা কোম্পানি চলতি বায়ো ইউএসএ বয়কট করার সিদ্ধান্ত নেয়। গতে মার্চে যুক্তরাষ্ট্রে বায়োসিকিউর অ্যাক্ট পাস হওয়ার পর সে কথা জানিয়ে দিয়েছিল সংস্থাগুলো। তাদের দাবি, আইনটি মূলত চীনা ওষুধ নির্মাতাদের লক্ষ্য করে প্রণয়ন করেছে ওয়াশিংটন।
শিল্প পর্যবেক্ষকরা বলছেন, চীনা সংস্থার অনুপস্থিতিতে কোরিয়ান সংস্থাগুলো যদি দ্রুত কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়ন করতে পারে; তবে তারা লাভবান হতে পারবে। কারণ সুইজারল্যান্ডের লোনজা গ্রুপ বা জাপানের ফুজিফিল্ম ডায়োসিস্থ বায়োটেকনোলজির মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে দৃঢ় উপস্থিতি নিশ্চিত করার দিকে নজর দিচ্ছে।
সংশ্লিষ্ট খাতের এক কর্মকর্তা বলেন, ‘আগের বছরগুলোয় বেশির ভাগ কোরিয়ান কোম্পানিকে বিদেশী অংশীদারদের আকৃষ্ট করতে একতরফাভাবে প্রচারণা চালাতে হয়েছে। তবে এ বছর বায়ো ইউএসএতে একটি পরিবর্তন দেখছি আমরা।’
তিনি বলেন, ‘শীর্ষ ১০টি বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানির মধ্যে কয়েকটি কোরিয়ান প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ দেখিয়েছে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে ও নিজেরাই ফলোআপ মিটিং শুরু করেছে। এর মাধ্যমে নতুন নতুন ওষুধের বিকাশ, যৌথ গবেষণা ও লাইসেন্সিংয়ে কোরিয়ান প্রযুক্তির ক্রমবর্ধমান স্বীকৃতিও মিলেছে।’ সূত্র : দ্য কোরিয়া হেরাল্ড।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব
টিকটকের প্রতিষ্ঠাতা চীনের শীর্ষ ধনী