‘নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন নেতানিয়াহু’
০৬ জুন ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ০৬ জুন ২০২৪, ১২:১২ এএম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ পরিচালনার ক্রমাগত সমালোচনা করছেন। নতুন এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করছেন বলে মনে করার ‘যথেষ্ট কারণ’ রয়েছে।
যুদ্ধের আট মাস পূর্তির কাছাকাছি সময়ে ইসরাইলি নেতা সংঘাতের অবসান ঘটাতে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতার কাছ থেকে পরস্পরবিরোধী দাবির মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ইসরাইলি পার্লামেন্টের ডানপন্থী আইনপ্রণেতারা বলেন, গাজায় হামাসের নিয়ন্ত্রণের শেষ অবশিষ্টাংশ মুছে না ফেলে যুদ্ধবিরতিতে সম্মত হলে তারা নেতানিয়াহুর প্রতি সমর্থন উঠিয়ে নেবেন এবং তার সরকারকে উৎখাত করবেন। গত সপ্তাহে বাইডেন গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরাইলি একটি প্রস্তাব ঘোষণা করেন এবং এর প্রতি বিশ্বসমর্থনের আহ্বান জানান। কয়েক দিন আগে টাইম ম্যাগাজিন এক সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করেছিল, নেতানিয়াহু রাজনৈতিকভাবে আত্মরক্ষার জন্য যুদ্ধ প্রলম্বিত করছেন- এমনটা তিনি মনে করেন কি না।
বাইডেন স্বীকার করেন যে, তার এবং নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ গাজায় মৃতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বেসামরিক নাগরিক এবং যোদ্ধারাও রয়েছে। যুদ্ধের পরে একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজা শাসন করা উচিত কি না তা নিয়ে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা সমর্থন করে। অন্যদিকে নেতানিয়াহু তার নিজস্ব বিশদ পরিকল্পনা না বলেই এটি প্রত্যাখ্যান করেন। বাইডেন জানতে চান, ‘নেতেনিয়াহুর সঙ্গে আমার প্রধান মতবিরোধ হচ্ছে এর পর কি হবে...গাজার পর? এটি কোথায় ফিরে যাবে? ইসরাইলিরা আবার কি ভেতরে প্রবেশ করবে?’
গাজা চুক্তিকে সমর্থন নেতানিয়াহুর ডানপন্থী অংশীদারদের : নেতানিয়াহুর জোট সরকারের সবচেয়ে বড় অংশীদার শাস মঙ্গলবার বলেছে যে, তারা হামাসের বন্দিদশা থেকে জিম্মিদের মুক্ত করার সম্ভাব্য চুক্তিকে সমর্থন করবে যদিও তারা ইসরাইলের গাজা যুদ্ধ কৌশলের পুনর্বিবেচনা করে। শাস হচ্ছে একটি অতি-অর্থোডক্স ইহুদি দল, পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে যাদের দখলে ১১টি আসন রয়েছে, সোমবার ইউনাইটেড তোরাহ ইহুদিবাদের নেতা ইইটজাক গোল্ডকনফের অনুরূপ মন্তব্য অনুসরণ করে, যার সাতটি আসন রয়েছে। ইসরাইলের আবাসন মন্ত্রী গোল্ডকনফ এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের অবস্থান হল জীবনের মূল্য এবং বন্দীদের মুক্তি দেয়ার আদেশের চেয়ে বড় কিছু নেই, কারণ তাদের জীবন একটি বাস্তব এবং বর্তমান বিপদের মুখোমুখি।’
একইভাবে একটি ধর্মীয় বাধ্যবাধকতার উদ্ধৃতি দিয়ে, শাস প্রস্তাবে ‘পূর্ণ সমর্থন’ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে ‘জিম্মিদের ফিরিয়ে নেয়ার জন্য সমস্ত চাপ সহ্য করতে’ উৎসাহিত করেছিল। দুই দলের সম্মিলিত সমর্থন- যাদের হাতে নেতানিয়াহুর সম্প্রসারিত জরুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত ৭২টি আসনের মধ্যে ১৮টি রয়েছে - গাজা যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন-সমর্থিত প্রস্তাব মেনে নিতে সহায়তা করতে পারে। চুক্তির বিরোধীরা - জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ধর্মীয় জায়োনিজম পার্টি - ১৩টি আসন নিয়ন্ত্রণ করে এবং চুক্তির জন্য সরকার ছাড়ার হুমকি দিয়েছে।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সেøাভেনিয়া : স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল সেøাভেনিয়া। মঙ্গলবার (৪ জুন) সেøাভেনিয়ার পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সেøাভেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি, পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো দেখা গেছে।
এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ঘোষণা করেছিলেন, সেøাভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব। শুধু তাই নয়, গত ২৮ মে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, সেøাভাকিয়া ও বুলগেরিয়া আগেই এই স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ‘সম্পূর্ণ রূপে প্রস্তুত’ বলে এরইমধ্যে ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর। এই নিয়ে তিনি জানিয়েছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশ সেøাভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিতেই পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে তা পরিস্কার করেছেন সেøাভেনিয়ার প্রধানমন্ত্রী। সূত্র : ভয়েস অব আমেরিকা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব