চীনা যুদ্ধ বিমান ‘অপ্রয়োজনীয় আক্রমণাত্মক’ আচরণ করছে: যুক্তরাষ্ট্র
০৩ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
দক্ষিণ চীন সাগরে মার্কিন পর্যবেক্ষণ বিমানের সামনে গত সপ্তাহে একটি চীনা যুদ্ধ বিমান ‘অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক কৌশলে’ চলে আসার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা। চীনা সামরিক বিমান ও জাহাজগুলো থেকে আক্রমণাত্মক বাধা সৃষ্টির ‘উদ্বেগজনক বৃদ্ধি’ সম্পর্কে সতর্ক করেছেন তারা।
মার্কিন সংবাদ মাধ্যম স্ট্যান্ডার্ড মিডিয়া জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিয়ে দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, চীনের এই ধরনের ‘ঝুঁকিপূর্ণ’ কর্মকাণ্ড ‘সম্ভাব্য অনিরাপদ কোনো ঘটনা বা ভুল বোঝাবুঝি’ তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বুধবার এক বিবৃতিতে জানায়, গত ২৬ মে চীনা জে-১৬ যুদ্ধবিমান মার্কিন বিমানির আরসি-১৩৫ বিমানকে বাধা দেয়। বিবৃতির সঙ্গে ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানের সামনে চলে আসে একটি চীনা যুদ্ধ বিমান; ফলে আরসি-১৩৫ বিমানের ককপিট কেঁপে ওঠে।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের একজন প্রতিনিধি জানান, চীনা পাইলট সরাসরি উড়ে আরসি-১৩৫ বিমানের ৪০০ ফুটের মধ্যে চলে আসে। এর ফলে সৃষ্ট ঝাঁকুনির সমস্যার মধ্যেই মার্কিন বিমানকে আকাশে উড়তে হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, “চীনা ওই বিমানের পাইলট সরাসরি যুক্তরাষ্ট্রের বিমান আরসি-১৩৫ সামনে চলে আসে। ফলে আরসি-১৩৫ এর ঝাঁকুনির মধ্যেই সেটিকে উড়ে চলতে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী, আন্তর্জাতিক আকাশসীমায় দক্ষিণ চীন সাগরের উপর নিরাপদে রুটিন অপারেশন পরিচালনা করছিল যুক্তরাষ্ট্রের বিমান।”
পরবর্তী বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনার জন্য উল্টো ওয়াশিংটনকে দায়ী করে বলে, চীনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী মার্কিন পর্যবেক্ষণ অভিযান ‘গুরুতরভাবে’ তাদের সার্বভৌমত্বের নিরাপত্তা লঙ্ঘন করে। এটি সাগরে নিরাপত্তা সমস্যারও কারণ। চীনের সার্বভৌমত্ব রক্ষায় বেইজিং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড সব দেশকে নিরাপদে ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক আইন যেখানে উড়ার অনুমতি দেয়, যুক্তরাষ্ট্র সেখানেই নিরাপদে ও দায়িত্বের সঙ্গে চলাচল করে। আরও জানায়, যুক্তরাষ্ট্র সাগরে ও আকাশসীমায় তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকবে।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাম্প্রতিক ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তিনি দাবি করেন, মার্কিন বিমানটি ‘চীনের উপর ঘনিষ্ঠভাবে নজরদারি চালাচ্ছিল’; যা চীনের ‘সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ’।
যুক্তরাষ্ট্রকে এই ধরনের ‘উস্কানিমূলক কাজ’ বন্ধ করার আহ্বান জানান তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ