বাইডেনের প্রস্তাবে নিমরাজি ইসরাইল, অন্তর্দ্বন্দ্ব সরকারে
০৩ জুন ২০২৪, ০৫:২৭ পিএম | আপডেট: ০৩ জুন ২০২৪, ০৫:২৭ পিএম
আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব হয়তো গ্রহণ করতে চলেছে ইসরাইল, তবে শর্তসাপেক্ষে। এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি তারা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক সহযোগী সংবাদমাধ্যমের কাছে তাদের ভাবনাচিন্তার কথা জানিয়েছেন। বলেছেন, ‘নেতানিয়াহুর মতে, বাইডেনের প্রস্তাবে ‘খামতি’ রয়েছে। ওতে সংশোধন প্রয়োজন।’
একটি ব্রিটিশ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহুর মুখ্য পররাষ্ট্রনীতি উপদেষ্টা ওফির ফক বলেছেন, ‘বাইডেন যে প্রস্তাব দিয়েছেন, সেই চুক্তিতে আমরা রাজি— তবে এটা ভাল চুক্তি নয়। কিন্তু আমরা বন্দিদের ফিরিয়ে আনতে চাই। সবাইকে।’ ফক বলেছেন, ‘আরও অনেক বিষয় নিয়ে ভাবার দরকার রয়েছে। বন্দিদের মুক্তি ও হামাস নামক গণহত্যাকারী সন্ত্রাসবাদী সংগঠনকে ধ্বংস করার লক্ষ্য থেকে আমরা সরব না।’ তবে এ সবের পাশাপাশি বাইডেনকে খোঁচা দিতেও ভোলেননি ফক। তার কথায়, ‘কোনও কারণ ছাড়াই একটা রাজনৈতিক বক্তৃতা দিয়ে ফেলেছেন বাইডেন।’
আমেরিকান প্রেসিডেন্ট গত ৩১ মে গাজায় যুদ্ধ বন্ধের আবেদন জানিয়ে তিন দফা প্রস্তাব দেন ইসরাইলকে। তাতে বলা হয়, প্রথম দফায় অবিলম্বে ৬ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হোক। এই সময়ে দু’পক্ষই যথেষ্ট সংখ্যক বন্দি বিনিময় করবে। পরবর্তী দুই ধাপে, ধীরে ধীরে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টা করা হবে। ক্রমে পাকাপাকি যুদ্ধ বন্ধ, গাজার পুনর্নির্মাণ ও সেখান থেকে সম্পূর্ণ ভাবে ইসরাইলি সেনা প্রত্যাহার। বাইডেনের প্রস্তাবকে সঙ্গে সঙ্গেই স্বাগত জানিয়েছে হামাস। কিন্তু ইসরাইল গোড়ায় কোনও সাড়াশব্দ করেনি। এদিন তাদের দিক থেকে সদর্থক ইঙ্গিত মিললেও তারা ওই প্রস্তাবনায় ঠিক কী ‘সংশোধন’ চায়, সেটা স্পষ্ট করেনি ইসরাইল।
শোনা গিয়েছে নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি হলেও পুরোপুরি যুদ্ধ বন্ধে রাজি নন। তবে এটা পরিষ্কার, প্রবল চাপের মুখে বাইডেনের প্রস্তাব কার্যত হজম করতে হচ্ছে ইসরাইল সরকারকে। যদিও এ বিষয়ে তাদের মন্ত্রিসভায় দ্বন্দ্ব রয়েছে। ইসরাইলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির রীতিমতো হুমকির সুরে বলেছেন, নেতানিয়াহু যদি বাইডেনের দেয়া প্রস্তাব মেনে নেন ও গাজ়ার সঙ্গে চুক্তি করেন, তা হলে জোট-সরকার ভেঙে যাবে। তার বক্তব্য, হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ থামানো যাবে না। ‘জুইশ পাওয়ার পার্টি’-র কট্টরপন্থী নেতা বেন-গভিরের কথায়, ‘এই প্রস্তাব বেপরোয়া। এতে সন্ত্রাসেরই জিত হয়ে যাবে। ইসরাইলের নিরাপত্তার জন্যেও বিপজ্জনক।’
আমেরিকা অবশ্য আশাবাদী, ইসরাইল তাদের প্রস্তাব গ্রহণ করবে। তাদের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, হামাস মৌখিক ভাবে রাজি হলেও চূড়ান্ত জবাব দেয়নি। তিনি বলেন, ‘আমাদের আশা দু’পক্ষই সহমত হবে। যত দ্রুত সম্ভব প্রথম দফার যুদ্ধবিরতি শুরু করা যাবে।’
গাজার পরিস্থিতি আজও ভাল নয়। বিশেষ করে রাফার অবস্থা সঙ্গীন। জাতিসংঘের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরে টানা বিধ্বংসী হামলার জেরে লোকজন রাফা ছেড়ে যে যে-দিকে পারছেন পালাচ্ছেন। রাফার ৩৬টি শরণার্থী শিবির এখন সম্পূর্ণ ফাঁকা। উত্তর গাজা থেকে ঘরবাড়ি ছেড়ে মানুষ দক্ষিণে রাফায় এসে আশ্রয় নিয়েছিলেন। ফের তারা খোলা আকাশের নীচে। কমপক্ষে ১৭ লাখ মানুষ এখন খান ইউনিস ও সেন্ট্রাল গাজায় পথে আশ্রয় নিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান
আন্তজেলা অটো চার্জার ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক!
টেকনাফে দেশীয় এলজি এবং ৪ রাউন্ড গুলিস উদ্ধার, ৩ রোহিঙ্গা আটক
দোয়ারাবাজারে কৃষক লীগের যুগ্ম আহবায়ক মিন্টু গ্রেফতার
উত্তরায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেফতার ১৪
পিবিআইয়ের তদন্তে রাবেয়া হত্যার রহস্য উন্মোচিত, গ্রেপ্তার ৩
হুমকির প্রতিবাদে নন্দন পার্কের অংশীদারদের সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদ আ.লীগ সরকার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে : রফিকুল ইসলাম
সকাল-বিকেল ৪ ঘণ্টা ট্রাফিকের দায়িত্বে থাকবে প্রশিক্ষিত ছাত্ররা : উপদেষ্টা আসিফ মাহমুদ
আধুনিক বিশ্ব বৈষম্য ও অপরাধের সংজ্ঞা নির্ধারণেই ব্যর্থতার পরিচয় দিয়েছে - খেলাফত আন্দোলন