হামাসের হাতে বন্দী আরও চার জিম্মির মৃত্যু
০৪ জুন ২০২৪, ১১:৩৫ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১১:৩৫ এএম
গাজায় আরো চারজন জিম্মি মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। গত বছরের ৭ অক্টোবর হামাস তাদের অপহরণ করেছিল। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি অভিযানের সময় চারজন একসাথে মারা গিয়েছিল। হামাসের কাছে এখনও তাদের লাশ রয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
নিহতরা হলেন ব্রিটিশ-ইসরাইলি নাদভ পপলওয়েল (৫১), চ্যাম পেরি (৭৯), ইয়োরাম ম্যাটজার (৮০) এবং এমিরাম কুপার (৮৫)। আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গোয়েন্দারা সাম্প্রতিক সপ্তাহে যেসব তথ্য পেয়েছে তাতে এই সিদ্ধান্তে পৌছানো গেছে। ‘হামাসের বিরুদ্ধে খান ইউনিসে আমাদের অভিযান চলার সময়ে এই চারজন একসাথে নিহত হয়েছে বলে আমরা ধারণা করছি’ বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন।
গতমাসে হামাস দাবি করেছিল, নাদভ পপলওয়েল এপ্রিলে ইসরাইলি এক হামলায় নিহত হয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি। হামাস ডিসেম্বর মাসে বাকি তিনজনের একটি ভিডিও প্রকাশ করেছিল। এই চার জিম্মিকেই গাজার কিববুতজের কাছ থেকে ৭ অক্টোবর অপহরণ করা হয়েছিল।
জিম্মি ও নিখোঁজদের পরিবারগুলোর ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘চ্যাম, ইয়োরাম, এমিরাম এবং নাদভকে জীবিত অবস্থায় অপহরণ করা হয়েছিল। আগের চুক্তিতে তাদের মধ্যে থাকা অন্য জিম্মিরা ফিরে এসেছিল। এবং তাদেরও পরিবার এবং দেশের কাছে জীবিত অবস্থায় ফিরে আসা উচিত ছিল।’
যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরন নাদভ এক্স এ (পূর্বের টুইটার) এ একটি পোস্টে পপলওয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ‘এ দুঃসহ সময়ে তার প্রিয়জনদের জন্য আমিও পাশে আছি,’ বলেন তিনি। নাদভ পপলওয়েলকে তার মাসহ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল, যদিও পরে তার মাকে ছেড়ে দেয়া দেয়া হয়েছিল। তার ভাই রয় হামলায় নিহত হয়।
ইসরাইলি কর্তৃপক্ষের মতে, দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার সময় বারোশো মানুষ নিহত হয়েছিল এবং ২৫১ জনকে তারা জিম্মি করেছিল। নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধ বিরতির সময় তারা ১০৫ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল। আরো প্রায় ১২০ জন জিম্মি অজ্ঞাত রয়ে গেছে, অনেকেই মারা গেছে বলে ইসরাইলি কর্মকর্তারা ধারণা করছেন ।
আন্তঃসীমান্ত হামলার জবাবে হামাসকে ধ্বংসের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় আট মাসের যুদ্ধে গাজায় অন্তত ৩৬ হাজার ৪৭০ জন মারা গিয়েছে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অধ্যক্ষ নিয়োগে ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ
'দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই' : জাকের পার্টির মহাসচিব
বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
শহীদের রক্ত ইসলামের বিজয় নিশ্চিত করবে - মুহাম্মদ শাহজাহান
সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল
নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরাম চৌধুরী
শেরপুরে দুই মোটরসাইকেলের ওভারটেকিং করতে গিয়ে নারীর মৃত্যু আহত ৩
টানা দ্বিতীয়াবার সাফের মুকুট জিতল বাংলাদেশ
বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?