হামাসের হাতে বন্দী আরও চার জিম্মির মৃত্যু
০৪ জুন ২০২৪, ১১:৩৫ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১১:৩৫ এএম
গাজায় আরো চারজন জিম্মি মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী। গত বছরের ৭ অক্টোবর হামাস তাদের অপহরণ করেছিল। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরাইলি অভিযানের সময় চারজন একসাথে মারা গিয়েছিল। হামাসের কাছে এখনও তাদের লাশ রয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
নিহতরা হলেন ব্রিটিশ-ইসরাইলি নাদভ পপলওয়েল (৫১), চ্যাম পেরি (৭৯), ইয়োরাম ম্যাটজার (৮০) এবং এমিরাম কুপার (৮৫)। আইডিএফের মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, গোয়েন্দারা সাম্প্রতিক সপ্তাহে যেসব তথ্য পেয়েছে তাতে এই সিদ্ধান্তে পৌছানো গেছে। ‘হামাসের বিরুদ্ধে খান ইউনিসে আমাদের অভিযান চলার সময়ে এই চারজন একসাথে নিহত হয়েছে বলে আমরা ধারণা করছি’ বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন।
গতমাসে হামাস দাবি করেছিল, নাদভ পপলওয়েল এপ্রিলে ইসরাইলি এক হামলায় নিহত হয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি। হামাস ডিসেম্বর মাসে বাকি তিনজনের একটি ভিডিও প্রকাশ করেছিল। এই চার জিম্মিকেই গাজার কিববুতজের কাছ থেকে ৭ অক্টোবর অপহরণ করা হয়েছিল।
জিম্মি ও নিখোঁজদের পরিবারগুলোর ফোরাম এক বিবৃতিতে বলেছে, ‘চ্যাম, ইয়োরাম, এমিরাম এবং নাদভকে জীবিত অবস্থায় অপহরণ করা হয়েছিল। আগের চুক্তিতে তাদের মধ্যে থাকা অন্য জিম্মিরা ফিরে এসেছিল। এবং তাদেরও পরিবার এবং দেশের কাছে জীবিত অবস্থায় ফিরে আসা উচিত ছিল।’
যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি ডেভিড ক্যামেরন নাদভ এক্স এ (পূর্বের টুইটার) এ একটি পোস্টে পপলওয়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ‘এ দুঃসহ সময়ে তার প্রিয়জনদের জন্য আমিও পাশে আছি,’ বলেন তিনি। নাদভ পপলওয়েলকে তার মাসহ বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল, যদিও পরে তার মাকে ছেড়ে দেয়া দেয়া হয়েছিল। তার ভাই রয় হামলায় নিহত হয়।
ইসরাইলি কর্তৃপক্ষের মতে, দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার সময় বারোশো মানুষ নিহত হয়েছিল এবং ২৫১ জনকে তারা জিম্মি করেছিল। নভেম্বরে এক সপ্তাহব্যাপী যুদ্ধ বিরতির সময় তারা ১০৫ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছিল। আরো প্রায় ১২০ জন জিম্মি অজ্ঞাত রয়ে গেছে, অনেকেই মারা গেছে বলে ইসরাইলি কর্মকর্তারা ধারণা করছেন ।
আন্তঃসীমান্ত হামলার জবাবে হামাসকে ধ্বংসের লক্ষ্যে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় আট মাসের যুদ্ধে গাজায় অন্তত ৩৬ হাজার ৪৭০ জন মারা গিয়েছে। সূত্র: বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল