ভারতে এবারের নির্বাচনে জয়ীদের ৯৩ শতাংশই কোটিপতি
০৭ জুন ২০২৪, ১০:৩৬ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১০:৩৬ এএম
ভারতের এবারের লোকসভা নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের মধ্যে ৯৩ শতাংশই মিলিওনার। এদের মধ্যে বিলিওনারও রয়েছেন ৩ জন। ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। এর আগে ২০১৯ সালে লোকসভায় মিলিওনারদের হার ছিল ৮৮ শতাংশ। এডিআর-এর পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের লোকসভায় ৫৪৩ সদস্যের মধ্যে মিলিওনার ৫০৪ জন। ২০১৯ সালে লোকসভায় মিলিওনাদের সংখ্যা ছিল ৪৭৫ জন। খবর এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার।
২০০৯ সালে ভারতের লোকসভায় মিলিওনারদের হার ছিল ৫৮ শতাংশ। সংখ্যায় ৩১৫ আইনপ্রণেতা ছিলেন মিলিওনার। এডিআর-এর পর্যবেক্ষণে বলা হচ্ছে, এই হার দিনকে দিন বাড়তে বাড়তে এবার ৯০ শতাংশ ছাড়িয়েছে।
এবারের পার্লামেন্টে থাকা ৩ জন বিলিওনারের মধ্যে ধনসম্পদে সবথেকে এগিয়ে থাকা প্রার্থী অন্ধ্র প্রদেশের গুন্টুর নির্বাচনি এলাকা থেকে নির্বাচিত টিডিপির চন্দ্র শেখর পেমমাসানি। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭০৫ কোটি টাকা। চন্দ্র শেখরের পরেই রয়েছেন তেলঙ্গানার চেভেল্লা থেকে নির্বাচিত বিজেপির কোন্ডা বিশ্বেশ্বর রেডজ। তার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ৫৬৮ কোটি টাকা। হরিয়ানা থেকে বিজয়ী হয়ে পার্লামেন্টে এসেছেন আরেক বিলিওনার বিজেপির নবীন জিন্দাল। তার সম্পদের পরিমাণ ১ হাজার ২৪১ কোটি।
ভোটাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) বিশ্লেষণ অনুসারে, বিজেপির ২৪০ জন বিজয়ী প্রার্থীর ২২৭ (৯৫ শতাংশ), কংগ্রেসের ৯৯-এর ৯২ (৯৩ শতাংশ), ডিএমকে-এর ২২ জনের মধ্যে ২১ (৯৫ শতাংশ), তৃণমূলের ২৯ জনের মধ্যে ২৭ (৯৩ শতাংশ) সমাজবাদী পার্টির ৩৭ জন প্রার্থীর মধ্যে ২৯ এবং ৩৪ (৯২ শতাংশ) জনের ঘোষিত সম্পদ ১ কোটি টাকার বেশি। এ ছাড়া এএপির জয়ী ৩ প্রার্থী, জেডিইউর ১২ জন এবং টিডিপির ১৬ জনের প্রত্যেকেই কোটিপতি।
প্রার্থীদের আর্থিক পটভূমির ওপর ভিত্তি করে জয়ী হওয়ার সম্ভাবনাগুলোও প্রকাশ্যে এনেছে এডিআরের বিশ্লেষণ। এতে দেখা গেছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একজন কোটিপতি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা ছিল ১৯.৬ শতাংশ, যেখানে ১ কোটির কম সম্পদের প্রার্থীদের জন্য এই সম্ভাবনা ছিল ০.৭ শতাংশ। বিশ্লেষণটি বিজয়ী প্রার্থীদের মধ্যে সম্পদ বণ্টনের একটি বাস্তবতাকেও প্রকাশ্যে এনেছে। তথ্যে দেখা গেছে, লোকসভার ৪২ শতাংশ প্রার্থীর মোট ১০ কোটি টাকা বা তার বেশি সম্পদ রয়েছে। যেখানে ১৯ শতাংশ প্রার্থী ৫ থেকে ১০ কোটি টাকার সম্পদে সীমাবদ্ধ। আর ৩২ শতাংশের কাছে রয়েছে ১ থেকে ৫ কোটি টাকার সম্পদ। আর বিজয়ী প্রার্থীদের মাত্র ১ শতাংশের সম্পদ ২০ লাখ টাকার কম।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা
অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়
হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট
কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০
দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার
বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ
রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী
অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা
ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা
শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার
ঢাকাকে বাসযোগ্য করতে হবে
মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না
ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত
পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন
শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি
আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ
ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে
রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়
উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব