জার্মান তরুণী ইসলাম গ্রহণের পর রাখছেন রোজা
কোরআনের একটি জার্মান সংস্করণ পড়েই তিনি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেন। জার্মানী ছেড়ে এখন দুবাইতে বসবাস করেন তিনি। এখন নিয়মিত রোজা রাখছেন। হা তার নাম ছিল মার্টিনা ওবারহোলজনার। এখন তিনি পরিচিত মরিয়ম নামে। চলতি বছরের প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই জার্মান তরুণী। এরপর দুবাইয়ে প্রথমবারের মতো রমজান পালন করছেন। পবিত্র কোরআনের একটি জার্মান সংস্করণ পড়ার...