আদানির গ্রেপ্তারের দাবিতে বিহার বিধানসভার সামনে বিক্ষোভ
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা রাবড়ি দেবী ও তেজশ্বি যাদব এবং ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই (মার্কসবাদী-লেনিনবাদী) নেতারা বিহার বিধানসভার বাইরে অনগ্রসর জাতিগুলোর জন্য ৬৫ শতাংশ কোটার দাবিতে এবং গৌতম আদানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযুক্ত করার পরে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে।অন্যান্য ইস্যুগুলোর মধ্যে, বিরোধীরা স্মার্ট মিটারও প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেখানে রাবড়ি দেবী বলেছেন, ‘স্মার্ট মিটারগুলো সরানো উচিত, এর অধীনে একটি খুব...