রকেট পরীক্ষাস্থলে অগ্নিকাণ্ড জাপানে
ইনকিলাব ডেস্ক : জাপানের একটি রকেট পরীক্ষা কেন্দ্রে বিশাল অগ্নিকা- ঘটেছে। ঘটনার পর আগুনের শিখা এবং ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার এই আগুন লাগার ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। দক্ষিণ জাপানের কাগোশিমার প্রত্যন্ত অঞ্চলে ‘সলিড ফুয়েল’ বা কঠিন জ্বালানি চালিত এপসিলন এস রকেট পরীক্ষা করা হয়। ‘সলিড ফুয়েল’ বলতে বিভিন্ন ধরনের কঠিন পদার্থকে বোঝায়, যেগুলোকে জ্বালানোর...