উত্তাল পাকিস্তান,ইমরান-সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ
পাকিস্তানে কারারুদ্ধ বিরোধী দলের নেতা ইমরান খানকে মুক্ত করতে তার দল পিটিআইয়ের সমর্থকেরা লং মার্চ অব্যাহত রেখেছে।ইমরানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এবং বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুবের নেতৃত্বে ইমরান খানের সমর্থকেরা সোমবার রাজধানী ইসলামাবাদের টোল প্লাজা অতিক্রম করেছে বলে জানা গেছে।
তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ ডি চকে অবস্থান নিতে চায় বলে জানা গেছে। তবে সরকার তাদের রুখে...