হামাসের রহস্যময় সামরিক প্রধানকে খুঁজতে নাস্তানাবুদ ইসরাইল
ফিলিস্তিনিদের কাছে তিনি ‘মাস্টারমাইন্ড’ হিসেবে এবং ইসরাইলিদের কাছে ‘মৃত্যুর মানুষ’ বা ‘নয়টি জীবন নিয়ে জন্মানো যোদ্ধা’ হিসেবে পরিচিত। ইসরাইলের ফেরারী সন্ত্রাসী তালিকায় তার নাম সবার উপরে। বলা হচ্ছে মোহাম্মদ দেইফের কথা, হামাসের সামরিক শাখার কমান্ডার তিনি। দেইফকে হত্যার জন্য ইসরাইল হন্যে হয়ে খুঁজছে। বছরের পর বছর ধরে বহু চেষ্টা চালিয়ে তাকে কোনভাবেই ধরতে পারছে না ইসরাইল।
২০২১ সালে হামাস ও ইসরাইলের...