লিবিয়ায় বন্যা : মৃত্যু ২,০০০!
লিবিয়ায় প্রবল বন্যায় দু`হাজার লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় দানিয়েলের আঘাতে সৃষ্ট এই বন্যায় বেশ কয়েকটি উপকূলের পুরো এলাকা বিধ্বস্ত হয়েছে, দারনা নগরী `পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।`
লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ পূর্ব লিবিয়া থেকে বলেন, দুই হাজারের মতো লো মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছঅড়া হাজার হাজার লোক নিখোঁজ রয়েছে। তবে কোন এলাকায় কতজন মারা...