চাঁদে এবার বসতি গড়বে চীন
চাঁদে এবার বসতি তৈরি করতে চাইছে চীন। পৃথিবীর উপগ্রহে পাকাপাকিভাবে বহুতল তৈরির পরিকল্পনা রয়েছে বেইজিংয়ের। সেই লক্ষ্যে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করছেন সেদেশের জ্যোতির্বিজ্ঞানীরা। এটা চীনের দীর্ঘমেয়াদি চন্দ্র মিশনের অন্তর্গত বলে জানা গিয়েছে। ২০২০-তে চাঁদের বুকে অবতরণ করে চীনা মহাকাশযান চ্যাং ৫। প্রথমবার চন্দ্রপৃষ্ঠের মাটি পৃথিবীতে নিয়ে আসে বেজিংয়ের নভোযান। উল্লেখ্য, সেবার পৌরানিক দেবীর নাম অনুসারে মহাকাশযানটির নামকরণ করেন...