ভারতে চন্দ্রযান প্রকৌশলীদের ১৭ মাসের বেতন বাকি!
প্রায় তিন বছরের নিরলস পরিশ্রমের শেষে সাফল্য। গত শুক্রবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে ‘চন্দ্রযান-৩’ এর উৎক্ষেপন করে ভারত। এটি নির্মাণ করেছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা। এ নিয়ে এবার সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
ইসরোর এই চন্দ্রাভিজানে বিজ্ঞানীদের পাশাপাশি প্রাণপাত পরিশ্রম করেছেন প্রচুর মানুষ। সেই তালিকায় আছেন রাঁচীর ‘হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন’ (এইচইসি) সংস্থার ইঞ্জিনিয়ার, পদস্থ অফিসার...