খুলে গেল আটদুয়ারী পিরামিডের একটি দরজা, বাকিগুলো খুলে গেলেই...
মিশর, নামটা নিশ্চয়ই কখনও না কখনও শুনেইছেন, যাকে পিরামিডের দেশও বলা হয়। কথায় আছে সেখানকার এক একটা পিরামিডয়ে আলাদা আলাদা রহস্য লুকিয়ে আছে। সাহুরার পিরামিডও তার মধ্যে একটি। ইঞ্জিনিয়ার জন পেরিং ১৮৩৬ সালে প্রথমবারের মতো পিরামিড খনন করেন। এবার মিশরের গবেষকরা ৪৪০০ বছরের পুরনো কক্ষ আবিষ্কার করেছেন। মিশরের পঞ্চম ফারাও সাহুরার পিরামিডে এই ঘরগুলো পাওয়া গিয়েছে। জুলিয়াস ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অফ...