সুদানে আকাশপথে হামলায় অন্তত ২২ জনের মৃত্যু
সুদান যেন নরকের দ্বার। গত তিন মাস ধরে সেনা-আধাসেনার লড়াইয়ে ‘উলুখাগড়া’র মতো মরছে সাধারণ মানুষ। শনিবার এক বিমান হামলায় মৃত্যু হল অন্তত ২২ জনের। এই হামলাকে সাম্প্রতিক হামলাগুলির মধ্যে অন্যতম ভয়ংকর হামলা বলে মনে করা হচ্ছে।
দার এস সালামের নিকটবর্তী শহর ওমদুরমানে ওই হামলা হয়েছে বলে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। মন্ত্রণালয়ের তরফে প্রকাশ করা ভিডিওতে দেখা...