ভারতে রাহুল গান্ধীর পর এমপি পদ হারাচ্ছেন আরও এক বিরোধী নেতা
খুনের মামলায় চার বছরের কারাদণ্ডের জের। সংসদ সদস্য পদ হারাতে চলেছেন বিরোধী শিবিরের আরও এক নেতা। এবার জনপ্রতিনিধি আইনের প্যাঁচে পড়লেন মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ আফজল আনসারি।
উত্তরপ্রদেশের গাজিপুরের সংসদ সদস্য আফজল আনসারি। তার বড় ভাই মুখতার আনসারি উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার। ২০১৯ সালে বিএসপির টিকিটে গাজিপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আফজল। মুখতার এবং আফজল দুই ভাইয়ের বিরুদ্ধে ২০০৫...