গাঁজা পাচারের অপরাধে ভারতীয় বংশোদ্ভূতকে ফাঁসি সিঙ্গাপুরে
১ কেজি গাঁজা পাচারের অপরাধে সিঙ্গাপুরে ফাঁসি দেয়া হল ভারতীয় বংশোদ্ভূত তানগারাজু সুপ্পাইয়াকে। ওই তামিল যুবকের আরজি ছিল তার মামলাটি নতুন করে পর্যবেক্ষণ করা হোক। কিন্তু সেই আরজি খারিজ করে দেয় সিঙ্গাপুরের এক আদালত। পরদিনই মৃত্যুদণ্ড দেয়া হল তানগারাজুকে।
অভিযুক্ত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের চাঙ্গি জেলে ফাসি দেয়া হয়েছে তাকে। তার ফাঁসি রদের আবেদন জানিয়েছিল পরিবার। পাশাপাশি...