ইরানে আরেক ঊর্ধ্বতন শিয়া নেতাকে গুলি করে হত্যা
ইরানে ঊর্ধ্বতন এক শিয়া আলেম ও নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর অঞ্চলের একটি ব্যাংকে এ ঘটনা ঘটেছে। নিহত আয়াতুল্লাহ আব্বাসালি সোলেইমানি নামের ওই শিয়া নেতা মজলিস-ই খবরেগন-ই রাহবারির সদস্য ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।মাজানদারান প্রদেশের বাবলসারের এক ব্যাংকে সোলেইমানিকে ঘাতক পেছন থেকে কয়েক দফা গুলি করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর...