পশুদের ওপর প্রসাধনী পরীক্ষা নিষিদ্ধ কানাডায়
আনুষ্ঠানিকভাবে পশুদের ওপর প্রসাধনী সামগ্রীর পরীক্ষা নিষিদ্ধ করলো কানাডা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কানাডার সরকার এমন ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, পশুদের ওপর প্রসাধনী পণ্যের পরীক্ষা চালানো এবং এমন পরীক্ষার ওপর নির্ভরশীল পণ্য বিক্রি, উভয়ই নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। এই পদক্ষেপ নিতে কানাডার খাদ্য ও ওষুধ আইন সংশোধন করা হয়েছে। এমনিতেও কানাডায় পশুদের ওপর প্রসাধনী...