এভারেস্টের চেয়ে ৪ গুণ উচ্চতার পর্বত ভূগর্ভে
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তকমা মাউন্ট এভারেস্টের। নতুন করে সুবিশাল এক পর্বতমালার হদিশ পেয়েছেন বিজ্ঞানীরা। যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কোথায় এই প্রকা- পর্বত শ্রেণীর খোঁজ পেলেন বিজ্ঞানীরা? ভূগর্ভের কেন্দ্রম-ল ও গুরুম-লের মাঝে ওই পর্বত অবস্থান করছে বলে জানা গেছে। এভারেস্টের চেয়ে এই পাহাড়ের উচ্চতা অন্তত চার থেকে পাঁচ গুণ বেশ বলে দাবি করেছেন গবেষকরা। সম্প্রতি ভূগর্ভের বিষয়ে গবেষণা চালায়...