আরো ন্যাটো সেনা মোতায়েন কসোভোয় বিক্ষোভ অব্যাহত
কসোভোর বিক্ষোভ থামাতে ন্যাটো আরো ৭০০ সেনা মোতায়েন করেছে। এদিকে সার্বরা নিজেদের দাবিতে অনড়। ওই এলাকায় সোম ও মঙ্গলবারের সংঘর্ষে প্রায় ৩০ জন ন্যাটো সেনা আহত হয়েছিলেন। তারই জবাবে মঙ্গলবার কসোভোয় আরো ৭০০ সেনা মোতায়েন করার ঘোষণা দেয়া হয়। নতুন সেনারা ইতোমধ্যেই কসোভোয় পৌঁছে গেছেন। প্রয়োজনে যাতে আরো সেনা মোতায়েন করা যায়, তার জন্য রিজার্ভ ফোর্সকে সতর্ক থাকতে বলা হয়েছে।...