সমুচার দাম ৪০০ টাকা!
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার সমুচা। এতে ব্যবহৃত উপকরণগুলো সাধারণত দেশেই জন্মায়, ফলে দামও থাকে হাতের নাগালে। জায়গাভেদে সমুচার দাম দেখা যায় পাঁচ টাকা, ১০ টাকা বা ২০ টাকা। তবে বিদেশে এর দাম তুলনামূলক বেশি হবে, সেটা হয়তো স্বাভাবিক! কিন্তু তাই বলে দুটি সমুচার দাম ৮০০ টাকা? হ্যাঁ! সম্প্রতি এমন আকাশচুম্বী দামের সমুচা পাওয়ার ঘটনা প্রকাশ করেছেন...