ওআইসির স্বাগত
সুদানের যুদ্ধবিরতি ৫ দিনের জন্য বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি। জেদ্দায় মঙ্গলবার সংস্থার মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বলেছেন, চুক্তিটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং সুদানে সশস্ত্র সংঘাত অবসানের পথ খুলে দেবে। মহাসচিব যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সউদী আরব ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টারও প্রশংসা করেন। গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। আরব নিউজ।