রাশিয়া থেকে কিনে সিঙ্গাপুরে বিক্রি, ডিজেল আমদানি-রপ্তানিতে রেকর্ড সউদীর
রাশিয়া থেকে সস্তায় ডিজেল আমদানি করে পরিশোধন মুনাফা সর্বাধিক করছে সউদী আরব এবং তারা বেশি দামে সিঙ্গাপুরে রেকর্ড পরিমাণ তেল রপ্তানি করছে, শিপট্র্যাকিং ডেটা দেখায়।
ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রতিক্রিয়ার অংশ হিসাবে ইউরোপীয় ইউনিয়ন ফেব্রুয়ারিতে তেল আমদানি নিষিদ্ধ করার পরে রাশিয়া ইউরোপের বদলে পূর্বে তার প্রভাবশালী পণ্য বাজারে তেল বিক্রি বাড়িয়ে দেয়। এর ফলে সউদী রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকো সেই তেল সস্তায়...