বেতন না বাড়ানোর অভিযোগে মামলা
২০০৮ সাল থেকে অসুস্থ আইবিএমের তথ্যপ্রযুক্তি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ফলে গত ১৫ বছর ধরে চলছে তার ‘সিক লিভ’ বা অসুস্থতাজনিত ছুটি। এসময়েও বছরে বেতন পেয়েছেন ৫৪ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ লাখ টাকা। ৬৫ বছর পর্যন্ত তিনি এই বেতন পাবেন। কিন্তু তাতেও সন্তুষ্ট নন এ কর্মী। বেতন না বাড়ানোর অভিযোগে কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন তিনি। সামাজিক মাধ্যম...