অভিবাসন নিয়ে কড়া নীতি চালুর পথে বাইডেন
শেষ হতে চলেছে ‘টাইটেল ৪২’। বৃহস্পতিবার মধ্যরাতে ওয়াশিংটনের অভিবাসন নীতির এই পালাবদলের আগে শরণার্থীদের ভিড় উপচে পড়তে দেখা গেল আমেরিকা-মেক্সিকো সীমান্তে। কারণ ২০২০ সালে মহামারির আবহে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই নীতির বিকল্প হিসেবে নতুন নীতি আনতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যা এই ‘টাইটেল ৪২’-র চেয়ে কয়েকগুণ কড়া হবে বলেই গুঞ্জন।
এ নতুন নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে...