‘রশিদ রোভার-২’ নামে নতুন চন্দ্রমিশন ঘোষণা করেছেন দুবাই শাসক
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বুধবার চাঁদে অবতরণের দ্বিতীয় প্রচেষ্টার কথা ঘোষণা করেছেন এবং রোভারটিকে রশিদ-২ বলা হবে।মঙ্গলবার রশিদ রোভার বহনকারী জাপানের হাকুতো-আর মিশন ১ মহাকাশযানটি চাঁদে অবতরণের কিছুক্ষণ আগে হারিয়ে যাওয়ার পর তার এ ঘোষণা আসে।শেখ মোহাম্মদ বুধবার টুইট করেছেন, ‘অভিযাত্রী রশিদকে বহনকারী গাড়ির মিশন চাঁদের পৃষ্ঠে অবতরণে...