কর্ণাটকে কংগ্রেসের জয়ে প্রধান ভূমিকা রেখেছে মুসলিম ভোট
হারের পূর্বাভাস ছিল। কিন্তু দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে পদ্মশিবির যে এ ভাবে পর্যুদস্ত হবে, অধিকাংশ জনমত সমীক্ষাতেই তার আঁচ মেলেনি। বোঝা যায়নি, কংগ্রেসের ‘সুশাসন’ আর ‘দুর্নীতিমুক্ত’ কর্নাটক স্লোগানের সামনে এ ভাবে মুখ থুবড়ে পড়বে বিজেপির মেরুকরণের প্রচার।
নয়জন মুসলিম, সকলেই কংগ্রেস থেকে ২২৪-সদস্যের বিধানসভায় নির্বাচিত হয়েছেন, যা ২০১৮ সালে সাতটি থেকে বেশি। কর্ণাটকে মুসলিম ভোটারদের সংখ্যা প্রায় ১৩ শতাংশ,...