জার্মানি, ফ্রান্স ও নরওয়ে সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী
চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ৮ থেকে ১২ মে পর্যন্ত জার্মানি, ফ্রান্স ও নরওয়ে সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মুখপাত্র বলেন, চীন ও জার্মানি সর্বদা পারস্পরিক সম্মান, সমান আচরণ, পার্থক্য সংরক্ষণের সময় অভিন্ন ভিত্তি খোঁজা, এবং পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল মেনে চলে। এটি দু’দেশ, এমনকি চীন-ইউরোপ সম্পর্কের উন্নয়নের জন্য সহায়ক প্রমাণিত...