ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে এনএবি’র নোটিশ অবৈধ
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে জারি করা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) নোটিশকে গতকাল অবৈধ ঘোষণা করেছে। নোটিশগুলো ‘অবৈধভাবে’ তোশাখানা উপহার রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের সাথে সম্পর্কিত ছিল।
তোশাখানা পাকিস্তানি সরকারি কর্মকর্তাদের দেয়া উপহার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য দায়ী একটি বিভাগ এবং এটি মন্ত্রিপরিষদ বিভাগের নিয়ন্ত্রণাধীন। এনএবি নোটিশে উল্লিখিত উপহারগুলো কাছে রাখার...