যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন মোতায়েন করবে দ. কোরিয়ায়
উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় ‘যুগান্তকারী’ এক চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এর আওতায় ওয়াশিংটন এশিয়ার দেশটিতে পরমাণবিক সাবমেরিন মোতায়েন করবে। পাশাপাশি নিজেদের পারমাণবিক কার্যক্রমে সিউলকে যুক্ত করবে। প্রতিবেদনে আরো বলা হয়, এ সহযোগিতার বিনিময়ে পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া চুক্তির ঘোষণা দেয়। সম্প্রতি জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট...