সমকামীদের মৌলিক সামাজিক অধিকার করতে নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
সমকামী যুগলরা যাতে তাদের মৌলিক সামাজিক অধিকার পান সেই বিষয়টা নিশ্চিত করার পথ বের করতে হবে সরকারকে। সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলায় এদিন এমনটাই জানাল ভারতের সুপ্রিম কোর্ট। উদাহরণ হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা কিংবা সমকামী সঙ্গীকে বিমার নমিনি করার মতো বিষয়ের উল্লেখ করেছে শীর্ষ আদালত।
সমলিঙ্গ বিবাহের বৈধতা সংক্রান্ত মামলা চলছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কাউল, বিচারপতি...