৭০০ বছর ব্যবহৃত ব্রিটিশ রাজপরিবারের ঐতিহাসিক সিংহাসন
১২৯৬ সালে প্রথম এডওয়ার্ডের নির্দেশে তৈরি হয় সিংহাসন। ওক কাঠের চেয়ারটিতে ব্যবহৃত হয় স্কটল্যান্ড থেকে আনা অতিমূল্যবান পাথরও। এটির সুনিপুণ নির্মাণশৈলী যোগ করেছে আলাদা মাত্রা।
কেবল ইতিহাসের সাক্ষী নয়, বেশ ঝড়ঝাপটাও গেছে চেয়ারটির ওপর দিয়ে। ১৯১৪ সালে রাজতন্ত্রের বিরোধীতাকারীদের বোমা হামলায় চেয়ারটির একটি পায়া ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে এর ওপর খোদাই করা মহামূল্যবান পাথর চুরির সময়ও আরেকদফা শ্রী হারায় চেয়ারটি।
ব্রিটিশ রাজপরিবারের এক...