মার্চেই ৬ বার কেঁপে উঠলো ভারত, বড় বিপর্যয়ের আশঙ্কা!
রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ৪-এর উপরে ৬টি ভূমিকম্পে মার্চ মাসেই কেঁপে ওঠে ভারত। মঙ্গলবার পাকিস্তানের কিছু অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলেই জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তান আবহাওয়া দফতর সূত্রের পাওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল, যেখানে এর গভীরতা ছিল মাটি থেকে ১৮০কিলোমিটার।
আফগানিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন, কিরগিজস্তান এবং ভারত...